শিরোনাম
অবশেষে মাশরাফির সাথে বসলেন নির্বাচকরা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৬
অবশেষে মাশরাফির সাথে বসলেন নির্বাচকরা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবশেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের উপস্থিতিতে মাশরাফির সাথে বসেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। শনিবার (২২ ফেব্রুয়ারি) তারা মাশরাফির সাথে বসেন।


এই বসার উদ্দেশ্য, জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল নিয়ে অধিনায়কের মতামত জানা এবং দল ঘোষণা করা।


এই সিরিজটি মাশরাফির কারণে স্পেশাল। কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পানান ক’দিন আগে ইঙ্গিত দিয়েছেন, এটিই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের অধিনায়ক হিসেবে শেষ সিরিজ। পরবর্তী ওয়ানডে অধিনায়ক তারা ঠিক করে ফেলবেন আগামী ৮ মার্চের বোর্ড সভায়।


বৈঠক শেষে আকরাম খান সংবাদমাধ্যমকে ওয়ানডে দল নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে, অনেক দিন পর চার সিনিয়র ক্রিকেটার—মাশরাফি, তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ একসঙ্গে খেলতে যাচ্ছেন এই সিরিজ। সাকিব আল হাসান নিষিদ্ধ না থাকলে বিশ্বকাপের পর এই সিরিজে হয়তো আবার দেখা মিলত ‘পঞ্চপান্ডবে’র। পাঁচ তারকাকে একসঙ্গে না দেখা গেলেও চারজনকে পাওয়াটা নিশ্চিত বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com