শিরোনাম
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিককারী বাংলাদেশের রকিবুল
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১৬:১৭
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিককারী বাংলাদেশের রকিবুল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্ব প্রথম হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার রকিবুল হাসান। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে তিনি এ গৌরব অর্জন করেন।


স্কটল্যান্ডের ইনিংসের ২৩ তম ওভারে কেস সাজ্জাদ, লিলে রবার্টসন ও চার্লি পিতকে আউট করে হ্যাটট্রিক করেন তিনি।


২৩তম ওভারে বল হাতে এসে প্রথম বলে ১ রান দেন। উজাইর শাহ প্রান্ত বদল করেন। দ্বিতীয় বলে কোনো রান নিতে পারেননি কেস সাজ্জাদ। তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। ২১ বল খেলে ৭ রান করে ফেরেন সাজ্জাদ।


চতুর্থ বলে নতুন ব্যাটসম্যান লিলে রবার্টসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান। গোল্ডেন ডাক মেরে ফেরেন লিলে। পঞ্চম বলে চার্লি পিতকেও বোল্ড করেন রকিবুল। তাতে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিককারী হিসেবে তালিকায় নিজের নাম লেখান বাংলাদেশের এই তরুণ তুর্কি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com