শিরোনাম
নতুন মালিঙ্গা'র বলের গতি ১৭৫ কিলোমিটার!
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২০, ১৯:৫৭
নতুন মালিঙ্গা'র বলের গতি ১৭৫ কিলোমিটার!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার ১৭ বছর বয়সী পেসার মাথিসা পাথিরানার মাজে দেশটির কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার ছাপ দেখছেন অনেকেই। শ্রীলঙ্কায় তাকে নতুন মালিঙ্গা বলা হয়।


দক্ষিণ আফ্রিকায় চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার একটি বলের গতি দেখানো হয়েছে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার, মাইলের হিসেবে যা ১০৮ মাইল! এই ঘটনার পর ক্রিকেট বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।


ক্রিকেট ইতিহাসের সবচেয় দ্রুতগতির ডেলিভারিটি করেছিলেন পাকিস্তানের 'পেসার দ্য গ্রেট' শোয়েব আখতার। ২০০৩ সালে কেপটাউনের নিউল্যান্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতির আগুনের গোলা ছেড়েছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। সেটিই এখন পর্যন্ত বিশ্বরেকর্ড। অস্ট্রেলিয়ান শন টেইট আর ব্রেট লি ১৬০ কিলোমিটার ছুঁলেও শোয়েবকে পেছনে ফেলতে পারেননি। এবার ১৭ বছর বয়সী লিকলিকে পেসার গতি তুলবেন ১৭৫ কিলোমিটার! বিষয়টা হজম করাটা কষ্টকর বটে।


স্পিড গানে দেখানো গতি যদি সত্যি হয়, তবে আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো লেভেলে এটি সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি ছিল। কিন্তু অনেকেই এটা বিশ্বাস করছেন না। তাদের মতে এটা সম্প্রচারের ভুল। গত বছরও যুব বিশ্বকাপে বাংলাদেশের কাজী অনিকের একটি ডেলিভারি ১৬০ কিলোমিটার দেখিয়েছিল স্পিড গানে। পরে জানা যায়, সেটি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। মাথিসা পাথিরানার ডেলিভারিটি নিয়ে এমনই কিছু হয়েছে বলে ধারণা ক্রিকেটবিশ্বের।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com