শিরোনাম
কোহলি-রুহিতের ঝড়ো ব্যাটিংয়ে ভারতের সিরিজ জয়
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ২১:৩৫
কোহলি-রুহিতের ঝড়ো ব্যাটিংয়ে ভারতের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তৃতীয় ওয়ানডেতে সফরকারি অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত।


রবিবার (১৯ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৬ রানে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান স্টিভ স্মিথ।


১১৭তম বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। মোহাম্মদ সামির বলে ক্যাচ তুলে দেয়ার আগে ১৩২ বলে ১৪টি চার ও এক ছক্কায় ১৩১ রান করে আউট হন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডেতে স্মিথের এটা তৃতীয় সেঞ্চুরি।


স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা।


২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় ভারতের। এরপর দলীয় ৬৯ রানে লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। তখন অপেনার রোহিত শর্মাকে সঙ্গ দেন অধিনায়ক বিরাট কোহলি। কোহলি-রোহিত জুটি ভারতের জয়ের ভীত গড়ে দেন। ব্যক্তিগত ১১৯ রানে আউট হন রোহিত। রোহিত আউট হওয়ার বিছুক্ষণ পরই আউট হন বিরাট কোহলিও। সাজঘরে ফিরে যাওয়ার আগে ৮ চারের সাহায্যে ৯১ বলে ৮৯ করেন অধিনায়ক।


কোহলি আউট হওয়ার পর দলকে জয়ের বন্দরে নিয়ে যান শ্রেয়াশ আয়ার এবং মনিশ পান্ডে। শ্রেয়াশ ৪৪ রানে এবং মনিশ ৮ রানে অপরাজিত থাকেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com