শিরোনাম
স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং স্কোর
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৮:২৬
স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং স্কোর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সফরকারী অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করেছে সফরকারীরা।


রবিবার (১৯ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।


প্রথম ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৬ রানে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।


তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান স্টিভ স্মিথ। ১১৭তম বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। মোহাম্মদ সামির বলে ক্যাচ তুলে দেয়ার আগে ১৩২ বলে ১৪টি চার ও এক ছক্কায় ১৩১ রান করে আউট হন তিনি।


এদিন সেঞ্চুরি করার পথে ওয়ানডে ক্রিকেটে ৪ হাজার রানের রেকর্ড গড়েন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে ১০৬তম ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি। একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম (১৭তম) ব্যাটসম্যান হিসেবে চার হাজারি ক্লাবের সদস্য হন স্মিথ।


ওয়ানডেতে সবচেয়ে কম তথা ৮১ ইনিংস খেলে দ্রুততম চার হাজারি ক্লাবের সদস্য হওয়ার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকান মুসলিম ক্রিকেটার হাশিম আমলা।


সবশেষ ২০১৭ সালের ১৯ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ান সাবেক এ অধিনায়ক। এরপর বল টেম্পারিং কাণ্ডে এক বছর নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরে তিন বছর পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি।


তবে ভারতের বিপক্ষে ওয়ানডেতে স্মিথের এটা তৃতীয় সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালে সিডনিতে ১০৫ আর ২০১৬ সালে পার্থে খেলেন ১৪৯ রানের ইনিংস। ১২১তম ওয়ানডে ম্যাচে ৯ম সেঞ্চুরি করা স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ৭৩টি টেস্টে খেলে করেছেন ২৬টি সেঞ্চুর। সবমিলে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি হলো ৩৫টি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com