শেষ কার্যদিবসে সূচকে বড় পতনে শেয়ারবাজার
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৯:৩৩
শেষ কার্যদিবসে সূচকে বড় পতনে শেয়ারবাজার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ জুলাই) দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে কমার পাশাপাশি অধিকাংশ কোম্পানি শেয়ারদর হারিয়েছে।


এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬১.৬৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১২৮.০৫ পয়েন্ট, লেনদেন হয়েছে ৯ কোটি এক লাখ টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক দিন শেয়ারবাজারে লেনদেন ও সূচক বেড়েছিল। এতে যেসব বিনিয়োগকারীরা কম দামে শেয়ার কিনেছিল তারা হয়তো মুনাফা তুলে নেওয়ায় বাজারে কারেকশন বা মূল্য সংশোধন হচ্ছে। তবে অধিকাংশ বিনিয়োগাকরী লোকসানের মধ্যে রয়েছে।


ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা মধ্যে আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট কমে ডিএসইএক্স সূচক নেমে আসে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে, আর সূচকটি ৫ পয়েন্ট বেড়ে উঠেছিল ৫ হাজার ৫৭৩ পয়েন্টে। এরপর থেকে বাজারটিতে বিক্রির চাপ বেড়ে গেলে একের পর এক কোম্পানি ও ইউনিট ফান্ড দর হারাতে থাকে। যা দিনের লেনদেন শেষে বড় দরপতন হয়েছে।


ফলে দিন শেষে ডিএসইএক্স ৬১.৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫০৫.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ১১.৯৪ পয়েন্ট কমে ১ হাজার ২০৭.৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৪২.৩৫ পয়েন্টে অবস্থান করছে।


এদিকে ডিএসইতে আজ ২১ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৪৮৯টি শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ইউনিটের বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। এর আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৯৬৭ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ২৯৭ কোটি টাকা।


এছাড়া বাজারটিতে ৩৯৭ টি কোম্পানি ও ইউনিট ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার দর।


এদিন ডিএসইতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই অবস্থান করেছে সী পার্ল বিচ অ্যান্ড এস্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ার ৬ হাজার ২৯৭ বারে ২৭ লাখ ৯৫ হাজার ২৬৫টি কেনা-বেচা হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় ২৪ কোটি ৫১ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে সালভো কেমিক্যাল। কোম্পানিটির ৪২ লাখ ৩৬ হাজার ৭২১টি শেয়ারের লেনদেন হয়েছে। আর এসব শেয়ারের বাজার মূল্য ছিল ২১ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ইনফিউশন। এ কোম্পানির ২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে।


এরপর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিম, আপতাব অটো, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেক্টোট্রড লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল, সানলাইফ ইন্স্যুরেন্স ও দেশবন্ধু পলিমার।


চট্টগ্রামকেন্দ্রিক শেয়ারবাজার সিএসইতে লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই বা সার্বিক সূচক ১২৮.০৫ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৫৭.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ২৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির কোম্পানির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত ছিল ১২টির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৯ কোটি এক লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৪২ কোটি ৭৬ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com