
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে বাজার দুইটিতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে।
২৭ জুন, বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক বেড়েছে ৫২.৮৮ পয়েন্ট, লেনদেন হয়েছে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৬৩.৬৬ পয়েন্ট সাথে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে শেয়ারবাজারে সম্প্রতি একাধিক আলোচিত ঘটনা বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও ছাগলকাণ্ড এনবিআর কর্মকতা মতিউর রহমান সংশ্লিষ্টদের শেয়ারবাজারে বিনিয়োগ থাকার বিষয়টিতে সাধারণ বিনিয়োগকারীরা যখন নানা দুশ্চিন্তার মধ্যে ঠিক সেই সময়টিতে বাজারে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। যা কিছুটা হলেও বিনিয়োগকারীদের জন্য স্বস্তির।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য মোটেও সুখকর খবর নেই। এদিকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজার সংশ্লিষ্ট সংগঠনগুলো গেইন ট্যাক্সসহ বেশ কিছু বিষয় প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এমন অবস্থায় হয়তোবা সরকার শেয়ারবাজারের জন্য চুড়ান্ত বাজেটে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন। আগামী ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য বর্তমান সরকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার চূড়ান্ত বাজেট ঘোষণা করবেন।
অপরদিকে শেয়ারবাজারে ঈদের পর থেকে এক কার্যদিবস বাদে ছয় কার্যদিবসই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। এসময়ে ১৯৪ পয়েন্ট সূচক বেড়েছে। লেনদেন হয়েছে ৩ হাজার ২৫৪ কোটি টাকা। যা গড়ে প্রতিদিন ৫৪০ কোটি টাকারও বেশি। এরআগে গত তিন মাসের বেশি সময় নেতিবাচক অবস্থানে ছিল বাজার। বিনিয়োগকারীদের মূলধন প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দরপতনের মুখে পড়ে। এমন পরিস্থিতির মধ্যে শেয়ারবাজারের প্রতি সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ডিএসইর বাজার তথ্যে দেখা গেছে, আজ দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫২.৬৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৫.৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৭.৬৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৩.৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২২.৫৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইটিতে আজ ১৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৮০৬টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৭০৫ কোটি ৮৩ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছিল ৬০৫ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ আজ ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া বাজারটিতে ৪০১টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।
বাজারটিতে লেনদেনের দিক দিয়ে আজ শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে পূবালী ব্যাংক পিএলসি।কোম্পানিটির শেয়ার আজ ২৭৭ বার হাত বদল হয়েছে। এতে মোট শেয়ারের লেনদেন হয়েছে ১ কোটি ৩৯ লাখ লাখ ৩৪ হাজার ৮৯২টির। এসব শেয়ারের বাজার মূল্য ছিল ৩৭ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪০ পয়সা বেড়ে ২৬ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। বেড়েছে ১.৫৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে উঠেছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির ১ লাখ ১৭ হাজার ৯১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪ কোটি ২৮ লাখ টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে উঠেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানিটির ৩৬ লাখ ৪৪ হাজার ৭১০টি শেয়ারের লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৭০ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রেনাটা লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, কেপটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৬৩.৬৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ০৮৮.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টির দর। এছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]