পাঁচ কার্যদিবস পর শেয়ারবাজারে মূল্য সূচকের পতন
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১৯:২০
পাঁচ কার্যদিবস পর শেয়ারবাজারে মূল্য সূচকের পতন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ জুন) দেশের দুই শেয়ারবাজারে মূল্য সূচকের পতন হয়েছে। মূলতঃ মুনাফা তুলে নেয়ার চাপে উভয় বাজারে সূচকের পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক।


সেই সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। ঈদের আগে দুই কার্যদিবস এবং ঈদের পর তিন কার্যদিবস মূল্যসূচক বাড়ে। অর্থাৎ টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়ে। সেই সঙ্গে ডিএসইতে ৩০০ কোটি টাকার নিচে নেমে যাওয়া লেনদেন প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি চলে আসে।


এ পরিস্থিতিতে সোমবার (২৪ জুন) শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের শুরুতে দেখা দেওয়া নিম্নমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক কমেছে ২৬.৯৫ পয়েন্ট, লেনদেন হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯৫.৫৭ পয়েন্ট, আর লেনদেন হয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সোমবার দিনের লেনদেনের শুরুতে কয়েক মিনিট সূচক উর্ধ্বমুখী ধারায় থাকলেও এরপর থেকে বাজারটি নিম্নমুখী হয়ে পড়ে। যা দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এরমধ্যে দুপুর ১টার দিকে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে প্রায় ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ পয়েন্টে নেমে যায়। এরপর আবার সূচক উর্ধ্বমুখী হতে থাকলেও পতনের বৃত্ত থেকে বের হতে পারেনি। ফলে দিন শেষে ডিএসইএক্স সূচক ২৬.৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ২২০.১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩.৮০ পয়েন্ট কমে ১ হাজার ১৪২.৮৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৭.০৯ পয়েন্টে অবস্থান নিয়েছে।


ডিএসইর বাজারে আজ ১৪ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ২৮১টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা। যা এর আগের দিন (রবিবার) লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৭৪ লাখ টাকা। এতে আজ ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৭ কোটি টাকা।


এদিন বাজারে ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।


বাজারটিতে লেনদেনের দিক দিয়ে আজ শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথম স্থান দখল করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার ১ হাজার ৩৯৬ বার হাতবদল হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩০টি । এ শেয়ারের বাজার মূল্য দাঁড়িয়েছে ২৩ কোটি ১৬ লাখ টাকা। আর শেয়ারটির দাম ১.৬১ শতাংশ কমে ১ হাজার ৪০৯ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠেছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড এস্পা লিমিটেড। কোম্পানিটির ১৪ লাখ ৭ হাজার ৬১৯টি শেয়ার লেনদেন হয়েছে। এ কোম্পানির শেয়ারের বাজার মূল্য ছিল ১৩ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেনের তৃতীয় অবস্থানে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। কোম্পানিটির শেয়ারের দাম ১৩ টাকা ৮০ পয়সা থেকে ১৫ টাকা ৬০ পয়সা পর্যন্ত উঠানামা করে। এতে কোম্পানির ক্লোজিং প্রাইস দাঁড়ায় ১৫ টাকা ৪০ পয়সায়। আর দিন শেষে কোম্পানিটির ৭৯ লাখ ৩৩ হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ১১ কোটি ৭৩ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনিলিভার কনজুমার কেয়ার, তৌফিকিয়া ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিকেলস লিমিটেড।


অপর শেয়ারবাজার সিএসইতে আজ সোমবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৯৫.৫৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭২৬.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ১৯ লাখ টাকা। আগের দিন এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৮ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com