সপ্তাহান্তে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৮:০২
সপ্তাহান্তে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে অপর বাজার চিটাগাং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। আজ ডিএসইতে সূচক বেড়েছে ২৩.৪৩ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৭৪ কোটি টাকা।


সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকা।


৩০ মে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৩.৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫১.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৩.৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৯০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৪.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।


ডিএসইতে আজ ১২ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৬১৪টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। আর আগের দিন (বুধবার) লেনদেন হয়েছিল ৩০৬ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ বাজারটির আজ লেনদেন বেড়েছে প্রায় ৬৮ কোটি টাকা।


এছাড়া এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৫৬ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৮৯ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে যথাক্রমে - এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, ক্যাপটেক গ্রামীণ গ্রোথ ফান্ড, সোনালী পোপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও গোল্ডেন সন লিমিটেড।


ডিএসইতে লেনদেন শেষে ৩৮৯টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১২.৩৬ পয়েন্ট কমে ১৫ হাজার ০৭২.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির কোম্পানির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।


সিএসইতে লেনদেন শেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৫৬ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ৩ কোটি ২৭ কোটি টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com