৯ কার্যদিবস পতনের পর সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৭:৩৪
৯ কার্যদিবস পতনের পর সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা ৯ কার্যদিবস সূচক পতনের পর অবশেষে আজ ঘুরে দাঁড়ালো দেশের দুই শেয়ারবাজার। একইসঙ্গে বাজার দুটিতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।


২৭ মে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও।


ডিএসইর লেনদেন তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সোমবার লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক আগের দিনের থেকে ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৪ পয়েন্টে ওঠে। এরপর সূচকটি আবার কমতে থাকে, বেলা সোয়া ১১টার দিকে মূল্যসূচক ২২ পয়েন্ট কমে ৫ হাজার ২২৮ পয়েন্টে নেমে আসে। সূচকের এই উত্থান-পতন বেলা পৌনে ১২টা পর্যন্ত চলে। এরপর থেকে বাজারটি ধীরে ধীরে উর্ধ্বমুখী ধারায় ফিরে আসে এবং দিনের লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিন শেষে এক্সচেঞ্জটিতে ডিএসইএক্স সূচক ৫৯.৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১০.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬০.১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১.৯৩ পয়েন্ট কমে ১ হাজার ৯০০.৬৫ পয়েন্টে অবস্থান করছে।


এদিকে ডিএসইতে গত রবিবার (১২ মে) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৬৯৬ পয়েন্টে। আর গতকাল রবিবার সূচকটি নেমে দাঁড়িয়েছিল ৫ হাজার ২৫০ পয়েন্টে। অর্থাৎ টানা দশ কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছিল ৪৪৬ পয়েন্ট। আর আজ সূচকটি বাড়ল ৫৯.৬৬ পয়েন্ট।


ডিএসইতে আজ ১৬ কোটি ১১ লাখ ২২ হাজার ৯৪৪টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৫০৬ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিন (রবিবার) লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৭৫ লাখ টাকা। এতে করে বাজারটিতে আজ লেনদেন বেড়েছে প্রায় ১৮৪ কোটি টাকা।


এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৬ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৬১ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪২ লাখ টাকা।


এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকিয়া ফুড এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়্যল ফান্ড, গোল্ডেন সন লিমিটেড ও ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


বাজারটিতে লেনদেন শেষে ৩৯৪টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৬৫.৪৬ পয়েন্ট বেড়ে ১৫২৯৮.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।


সিএসইতে আজ দিনের লেনদেন শেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ৬৭ কোটি টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com