সূচকের পতন দিয়ে শুরু আরও একটি সপ্তাহ
প্রকাশ : ২৬ মে ২০২৪, ২০:১৬
সূচকের পতন দিয়ে শুরু আরও একটি সপ্তাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গেল সপ্তাহের সব কার্যদিবসেই টানা পতনে ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই)। সেই পতন দিয়েই শুরু হলো আরও একটি সপ্তাহ।


দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের বড় পতন মধ্যে দিয়ে লেনদেন শেষে হয়েছে। একইসঙ্গে বাজার দুটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে মাত্র ৩৩১ কোটি টাকা।


২৬ মে, রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, রবিবার লেনদেন শেষে এক্সচেঞ্জটিতে ডিএসইএক্স সূচক ৬১.৫৪ পয়েন্ট কমে ৫২৫০.৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে ১১৪৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৮.৯৮ পয়েন্ট কমে ১৮৮৮.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।


এদিকে ডিএসইতে গত রবিবার (১২ মে) প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫৬৯৬ পয়েন্টে। আর আজ সূচকটি নেমে দাঁড়িয়েছে ৫২৫০ পয়েন্টে। অর্থাৎ টানা দশ কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে ৪৪৬ পয়েন্ট।


ডিএসইতে আজ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৮০২টি শেয়ার ও মিচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩২২ কোটি ৭৫ লাখ টাকা। আগের দিন (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৫০৮ কোটি টাকা। অর্থাৎ বাজারটিতে আজ লেনদেন কমেছে প্রায় ১৮৬ কোটি টাকা।


এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২০ কোটি ৯২ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৫ কোটি ২২ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে তৌফিকিয়া ফুড এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৫ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড, রিলায়েন্স ওয়ান মিচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিকেলস লিমিটেড।


বাজারটিতে লেনদেন শেষে ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৭০.৪০ পয়েন্ট কমে ১৫২৩২.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।


সিএসইতে এদিন ২১০টি কোম্পানির শেয়ার ও মিচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪টির কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।


সিএসইতে আজ দিনের লেনদেন শেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ৬৯ কোটি ১ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com