ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনের পতন, উত্থান সিএসইতে
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৮:০৯
ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনের পতন, উত্থান সিএসইতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইতে সূচক-লেনদেন কমেছে, তবে সিএসইতে বেড়েছে।


১৩ মে, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ২৯.৯৬ পয়েন্ট, লেনদেন হয়েছে ৯৬৮ কোটি দুই লাখ টাকা।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৬ পয়েন্ট, সাথে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৯০ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জটিতে সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের (রোববার) চেয়ে ২৯.৯৬ পয়েন্ট কমে ৫৬৬৬.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে ১২৪১.৫৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৬২ পয়েন্ট কমে ২০১৭.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।


বাজারটিতে এদিন ২৮ কোটি তিন লাখ ৪৮ হাজার ৯৯৭টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৯৬৮ কোটি দুই লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮৫ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৭ কোটি টাকা।


এছাড়া ডিএসইতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে ই-জেনারেশনস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৩ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে লাভেলো আইসক্রিম। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৬ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- বেস্টহোল্ডিংস লিমিটেড, গোল্ডেন সন, এডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, ফু-য়াং সিরামিক, সালভো কেমিক্যাল ও নাভানা ফার্মাসিউটিকেলস লিমিটেড।


লেনদেন শেষে ডিএসইর বাজারে ৩৯৩টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৬.০৯ পয়েন্ট বেড়ে ১৬৩৩৫.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির কোম্পানির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। সিএসইতে ১০৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যা আগের দিন হয়েছিল ১৬ কোটি ৩৯ লাখ টাকার। এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে প্রায় ৯২ কোটি ৫০ লাখ টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com