শিরোনাম
‘নৈতিকতা, বিবেক ও মূল্যবোধ জাগ্রত করতে হবে’
প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ১৬:৪৭
‘নৈতিকতা, বিবেক ও মূল্যবোধ জাগ্রত করতে হবে’
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, আইন শৃংখলা ও সুশাসন নিশ্চিত করতে হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সবাইকে সজাগ থাকতে হবে। ধর্মীয় নৈতিকতা, বিবেক ও মূল্যবোধ জাগ্রত করতে হবে। তাহলে অপরাধ প্রবনতা কমবে।


বুধবার (৩১ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী এ বক্তব্য দেন।


এসময় জঙ্গীবাদ, গুজব রোধে প্রচারনা এবং ডেঙ্গু রোধে করণীয় সম্পর্কে সচেতন থাকার আহবান জানান তিনি।


উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ।


বিবার্তা/রাজু/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com