শিরোনাম
আকর্ষণীয় ডিজাইনে এলো টিভিএস এনটর্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১৩:৩২
আকর্ষণীয় ডিজাইনে এলো টিভিএস এনটর্ক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+


নতুন রঙে বাজারে এলো জনপ্রিয় স্কুটার টিভিএস এনটর্ক ১২৫। নতুন রঙ ও আকর্ষণীয় ডিজাইনের তৈরি স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু নতুন ফিচার।


২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল টিভিএস এনটর্ক ১২৫। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। ২০১৮-১৯ সালজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে স্কুটারটি।


এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে ‘টি’ এর মতো দেখতে টেল ল্যাম্প। ১২ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট রয়েছে স্কুটারে। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।


নতুন এই স্কুটারটিতে রয়েছে ১২৪.৭৯ সিসির সিভিটআই-রেভ ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯.৩ বিএইচপি শক্তি এবং ১০.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। স্কুটারটি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে।


ম্যাট সিলিভার রঙে পাওয়া যাবে স্কুটারটি। শুধুমাত্র ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে পাওয়া যাবে এন টর্ক ১২৫। দিল্লিতে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৫৮ হাজার ৫৫২ রুপি থেকে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com