শিরোনাম
এক চার্জে ৪৫দিন চলবে হুয়ামির নতুন স্মার্টওয়াচ
প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৫:০২
এক চার্জে ৪৫দিন চলবে হুয়ামির নতুন স্মার্টওয়াচ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যাঁরা শাওমির নতুন স্মার্টওয়াচ খোঁজ করছেন তাঁদের জন্য সুখবর। ভারতে নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে শাওমির সাব ব্র্যান্ড হুয়ামি।


ডিভাইসটির নাম হুয়ামি অ্যামাজফিট বিপ লাইট।


নতুন এই স্মার্টওয়াচটি একবার চার্জ করলে ৪৫ দিন পর্যন্ত চালানো যাবে বলে দাবি করছে শাওমি। এর ওজন ৩২ গ্রাম।


শাওমি অ্যামাজফিট বিপ লাইটে ১.২৮ ইঞ্চি অলওয়েস অন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস ৩।


এটি দিয়ে সাইকেল চালানো ও দৌড়ানো ট্র্যাকিংয়ের জন্য এতে একাধিক সেন্সর ব্যবহার করা হয়েছে।


এটি দিয়ে হার্ট রেট মনিটর করার জন্য অপ্টিক্যাল পিপিজি সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে খুব সহজে হার্ট রেট জানা যাবে। এছাড়া ফিটনেস ট্র্যাকারের অনেক ফিচার এতে রয়েছে।


স্মার্টওয়াচটির সাথে যুক্ত ফোনের ভয়েস কল, ম্যাসেজ ও নোটিফিকেশন পাওয়া যাবে। এতে এক্সিলেরোমিটার, ব্যারোমিটার, জিপিএস ও গ্লোনাস রয়েছে।


নতুন এই স্মার্টওয়াচটি ৩০ মিটার পর্যন্ত পানির নিচে কাজ করবে।


প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ মিটার পর্যন্ত জলের তলায় সঠিকভাবে কাজ করবে এই স্মার্টওয়াচটি।


এতে ১ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার চার্জ করে ৪৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।


শাওমির হুয়ামি অ্যামাজফিট বিপ লাইটের দাম কত হবে তা এখনো জানা যায়নি। এটি খুব শিগগিরিই হয়তো দেশের বাজারে পাওয়া যাবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com