
মেসেঞ্জার ব্যবহারকারীদের ওপর কড়াকড়ি আরোপ করেছে প্রযুক্তি খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ফেসবুক। এখন থেকে মেসেঞ্জার ব্যবহারকারীরা ফেসবুকে একাউন্ট না খুলে মেসেঞ্জার চালাতে পারবে না। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট এ খবর জানিয়েছে।
ভেঞ্চারবিটের খবরে বলা হয়েছে, ফেসবুকের মেসেঞ্জার এতদিন সুধু মোবাইল নম্বর দিয়ে ব্যবহার করা যেত। এজন্য ফেসবুকে অ্যাকাউন্ট খোলার কোনো বাধ্যবাধকতা ছিল না। কিন্তু মেসেঞ্জার ব্যবহারকারীদের সেই সুবিধা বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেসেঞ্জারে নতুন হলে ফেসবুক অ্যাকাউন্ট তৈরির কথা বলা হচ্ছে। না হলে চ্যাট করা যাবে না।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]