
স্মার্টফোনে টুটক অ্যাপটি থাকলে তা ডিলিট করা বা মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে অ্যাপটি অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
টুটক অ্যাপের মাধ্যমে এর ব্যবহারকারীদের ওপর নজরদারী করছে এমন তথ্য প্রকাশিত হওয়ার পর অ্যাপটি সরিয়ে ফেলার উদ্যোগ নেয় অ্যাপল ও গুগল। অ্যাপল ও গুগল অ্যাপটি সরিয়ে নিলেও এটি যেসব স্মার্টফোনে ইনস্টল করা রয়েছে সেখানে কাজ করবে। এজন্য অ্যাপটি আন-ইনস্টল বা মুছে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল সম্প্রতি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর গুপ্তচর টুল হিসেবে ব্যবহার করা হয়। মূলত ব্যবহারকারীদের গতিবিধিতে নজরদারি করতে ইউএই এই অ্যাপটিকে কাজে লাগিয়েছে।
অ্যাপটির মালিকানা কোম্পানি ব্রিজ হোল্ডিং আবুধাবিভিত্তিক সাইবার ইন্টেলিজেন্স এবং হ্যাকিং প্রতিষ্ঠান। এই অফিসে আমিরাতের ইন্টেলিজেন্স অফিশিয়াল, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কর্মকর্তা এবং ইসরাইলি গোয়েন্দারা কাজ করে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]