শিরোনাম
এক কেজি ১৫ গ্রাম ওজনের লেনোভো এস১৩০
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০
এক কেজি ১৫ গ্রাম ওজনের লেনোভো এস১৩০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইডিয়াপ্যাড সিরিজের নতুন ল্যাপটপ লেনোভো এস১৩০। মিনি ল্যাপটপটি গড়নে বেশ শক্তপোক্ত।


ল্যাপটপটির পর্দার আয়তন ১১.৬ ইঞ্চি। তবে এটি ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়।


ল্যাপটপটি আকারে ছোট, পাতলা এবং খুব সহজে বহনযোগ্য বলে জানিয়েছে ল্যাপটপটির বাংলাদেশী পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।


তাদের পরিবেশিত তথ্য অনুযায়ী, এর ওজন এক কেজি ১৫ গ্রাম। তবে আকার অনুপাতে এই ওজনটি মোটেই হালকা বলা যাবে না।


অপরদিকে ৪ জিবি ডিডিআর-ফোর র‍্যাম এবং ৫০০ জিবি হার্ড ড্রাইভ স্টোরেজ থাকলেও এটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের সেলেরন ডুয়াল কোর এন৪০০০ প্রসেসর। এর সর্বোচ্চ গতি ২.৬০ গিগাহার্জ।


এছাড়া এতে ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬০০ সিরিজের চিপসেট।


অবশ্য সেলেরন প্রসেসরগুলো আইএ-৩২ কম্পিউটার প্রোগ্রাম চালাতে সক্ষম হলেও কিন্তু এদের কর্ম ফলাফল ইন্টেল কর্তৃক বাজারজাতকৃত অন্যান্য মডেলের সিপিইউ থেকে কম।


বলা হয়েছে, ল্যাপটপটি সর্বোচ্চ ৮ ঘন্টা ব্যাটারি ব্যাকাপ (ব্যবহার ভেদে) দিতে সক্ষম। ল্যাপটপের দাম ৩১ হাজার টাকা। সেঙ্গে মিলছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।


তবে দাম অনুপাতে ল্যাপটপটি ততটা সহলভ্য নয়। দেশেই এই মানের ল্যাপটপ তৈরি করে আরো কম দামে বিক্রি হচ্ছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com