শিরোনাম
ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে সফটবাক্স
প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৮:৪৭
ইন্টার্ন করার সুযোগ দিচ্ছে সফটবাক্স
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমবারের মতো দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে সফটওয়্যার নির্মাণ কোম্পানি সফটবাক্স।


রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শিক্ষাদান করবে। কাজের পারফর্মেন্সের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটিতে কাজের সুযোগ করে দেয়া হবে। এরই মধ্যে শুরু হয়েছে জীবন-বৃত্তান্ত গ্রহণের কাজ। শুধু তাই নয়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রতিষ্ঠানটি ৫ হাজার টাকা সম্মানীর ঘোষণাও করেছে।


আবেদনের শেষ সময় চলতি জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত।


আবেদন পাঠাতে হবে [email protected] এর ঠিকানায়। বিস্তারিত জানা যাবে www.facebook.com/softbakso প্রতিষ্ঠানটির ফেইন পেইজ এ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com