শিরোনাম
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন আনল শাওমি
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১১:৪৮
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন আনল শাওমি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্টফোন কোম্পানীগুলো বাজারে নিজের জনপ্রিয়তাকে ধরে রাখতে একের পর এক নতুন নতুন প্রযুক্তির ফোন বাজারে নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন আনল শাওমি। মডেল রেডমি কে ২০ প্রো।


প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফোন এটাই। চীনের বাজারে এই ফোন উন্মুক্ত করা হয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনটি নিয়ে আলোড়ন তৈরি হয়েছে।


ফোনটিতে আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং ৮ জিবি র‌্যাম। যা ফোনটিকে দ্রুত গতিতে কার্য সম্পাদনে সহায়তা করবে।


ফোনটিতে আছে ৬.৩৯ ইঞ্চির অ্যামোলিড ফুল এইচডি প্লাস ডিসপ্লে।


ওয়ানপ্লাস সেভেন প্রো ফোনের মতোই রেডমি কে ২০ প্রো ফোনে আছে পপ-আপ সেলফি ক্যামেরা আর ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


ডুয়াল সিমের রেডমি কে ২০ প্রো ফোনে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। সঙ্গে আছে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস। এতে ২৫৬ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।


ছবি তোলার জন্য ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি ৮ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি ২০ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।


ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে।


এতে ২৭ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কানেকটিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।


একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। চীনের বাজারে এই ফোনের দাম ২৪৯৯ ইয়েন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com