শিরোনাম
রঙিন ডিসপ্লের মি ব্যান্ড ফোরে করা যাবে ডিজিটাল পেমেন্ট
প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৭:০৫
রঙিন ডিসপ্লের মি ব্যান্ড ফোরে  করা যাবে ডিজিটাল পেমেন্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত বছর বাজারে আসা শাওমির মি ব্যান্ড থ্রি ফিটনেস ব্যান্ডে ছিল মোনোক্রোম ওএলইডি ডিসপ্লে।


এবার ডিভাইসটির হালনাগাদ সংস্করণে বেশকিছু নতুন ও উন্নত ফিচার নিয়ে বাজারে এলো শাওমি মি ব্যান্ড ফোর।


ব্যান্ডটির বিশেষত্ব হলো, এতে ব্যবহার করা হয়েছে কালার অ্যামোলিড ডিসপ্লে, মাইক্রোফোন এবং সিক্স অ্যাক্সিস অ্যাক্সিলোরোটার। এটি দিয়ে ডিজিটাল পেমেন্ট করা যাবে।


মঙ্গলবার চীনে নতুন ফিটনেস ব্যান্ডটি লঞ্চ করে শাওমি। আগের ফিটনেস ব্যান্ডগুলোর চেয়ে একটি দেখতে আকর্ষণীয়।


শাওমি দাবি করছে তাদের মি ব্যান্ড ফোর এক চার্জে একটানা ২০ দিন ব্যাকআপ দেবে।


শাওমি মি ব্যান্ড ফোরের একটি ভার্সনে এনএফসি রয়েছে। এছাড়াও একটি মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশনে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।


নতুন ব্যান্ডটিতে রয়েছে ০.৯৫ ইঞ্চির অ্যামোলিড টাচস্ক্রিন ডিসপ্লে। এই ডিসপ্লের রেজুলেশন ১২০x২৪০ পিক্সেল। ডিসপ্লের উপরে থাকছে ২.৫ ডি কার্ভড গ্লাস। নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট।


নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে সিক্স অ্যাক্সিস অ্যাক্সিলোরোমিটার। ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে ব্যান্ড ফোর। সাঁতার কাটার সময় ক্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড।


এতে থাকছে পেমেন্ট সাপোর্ট। ফিটনেস ব্যান্ডে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।


ফোরে রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। থাকছে ৭৭ টি ওয়াচ ফেস সুবিধা।


চীনে এটি বিক্রি হচ্ছে ১৬৯ ইয়েন। যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকার কিছু বেশি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com