শিরোনাম
ফ্লিপ ক্যামেরার নতুন ফোন আনল আসুস
প্রকাশ : ২৮ মে ২০১৯, ১১:৩১
ফ্লিপ ক্যামেরার নতুন ফোন আনল আসুস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফ্লিপ ক্যামেরার নতুন ফোন নিয়ে এলো আসুস। মডেল জেনফোন ৬। সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এক ইভেন্টে এই ফোন লঞ্চ করা হয়।


ছবি তোলার জন্য জেনফোন ৬ ফোনে রয়েছে ফ্লিপ ক্যামেরা ডিজাইন। এই ডিজাইন ব্যবহারের জন্য আসুস জেনফোন ৬ ফোনের পেছনের ক্যামেরা মোটরের সাহায্যে উঠে এসে সেলফি তুলতে সাহায্য করবে। জেনফোন ৬ ফোনের প্রধান আকর্ষণ এই ফ্লিপ ক্যামেরা।


ফ্লিপ ক্যামেরা ছাড়াও আসুস জেনফোন ৬ ফোনে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।


অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলবে জেনফোন ৬। এই ফোনে রয়েছে একটি ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিওপসেট, ৮ জিবি পর্যন্ত র‍্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।


এই ফোনের ডিউয়াল ফ্লিপ ক্যামেরা রিয়ার ও ফ্রন্ট ক্যামেরার কাজ করবে। ফোনটিতে ডুয়াল ফ্লিপ ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।


এতে রয়েছে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। যা আজকাল খুব কম ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। এছাড়াও থাকছে ডুয়াল সিম ও মাইক্রো এসডি স্লট আর ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


আসুস জেনফোন ৬ ফোনে রয়েছে একটি ৫ হাজার মিলি অ্যাম্পিআওয়ারের ব্যাটারি আর ১৮ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com