শিরোনাম
হিরোর নতুন স্কুটার প্লেজার প্লাস ১১০
প্রকাশ : ১৪ মে ২০১৯, ১৮:০১
হিরোর নতুন স্কুটার প্লেজার প্লাস ১১০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্লেজার প্লাস ১১০ মডেলের নতুন একটা স্কুটার ভারতের বাজারে আনল হিরো।


স্কুটারটিতে নতুন ডিজাইন, নতুন কালারসহ একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে।


এই স্কুটারে স্মার্ট লুক দেয়ার জন্য ডিজাইনে একাধিক পরিবর্তন করেছে হিরো। এছাড়াও আগের থেকে উজ্জ্বল রঙে পাওয়া যাবে নতুন এই প্লেজারে।


নতুন এই স্কুটারে আছে ১১০ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৮ বিএইচপি শক্তি এবং ৮.৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।


নতুন ডিজাইনে রেট্রো টাচেই মর্ডান লুক পেয়েছে স্কুটারটি। যোগ হয়েছে নতুন টেল লাইট আর নতুন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে যোগ হয়েছে ডিজিটাল ডিসপ্লে।


এই স্কুটারে আছে ইউএসবি চার্জিং স্লট। সাতটি রঙে পাওয়া যাবে এই স্কুটার।


ভারতে বিক্রি হচ্ছে ৪৭ হাজার ৩০০ রূপিতে। দেশের বাজারে স্কুটারটি কবে আসবে সে সম্পর্কে কিছু জানায়নি হিরো মোটর করপোরেশন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com