শিরোনাম
শ্রীপুরে উৎপাদন করা হবে ইয়ামাহা মোটরসাইকেল
প্রকাশ : ১১ মে ২০১৯, ১২:০৯
শ্রীপুরে উৎপাদন করা হবে ইয়ামাহা মোটরসাইকেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একের পর এক দেশে মোটরসাইকেল উৎপাদন কারখানার যাত্রা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মোটরসাইকেল উৎপাদন করা শুরু করেছে জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহা।


দেশে ইয়ামাহা মোটরসাইকেলের কারখানা করেছে বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এসিআই মোটরস। এর কারিগরি সহায়তা দিচ্ছে ইয়ামাহা।


শুরুতে এই কারখানায় মোটরসাইকেল সংযোজন শুরু হলেও আগামী ছয় মাসের মধ্যে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


গাজীপুরের শ্রীপুরে ৬ একর পরিমাণ জমির উপরে ইয়ামাহার এই কারখানা করা হয়েছে। এসিআই ১০০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছে।


এসিআইয়ের তথ্যমতে, ২০১৮ সালে বাংলাদেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি হয়েছে ১৯ হাজারের কিছু বেশি। ২০১৯ সালে তারা ২৫ হাজারের মতো মোটরসাইকেল বিক্রি করার লক্ষ্য ঠিক করেছে।


এসিআই এত দিন সংযোজিত অবস্থায় মোটরসাইকেল আমদানি করে বিক্রি করছিল। ফলে বাজারে দাম পড়ছিল অনেক বেশি।


পূর্ণ সংযোজিত অবস্থায় মোটরসাইকেল আমদানি করলে মোট করভার দাঁড়ায় ১৫২ শতাংশ। সংযোজন করলে সেটা ৯২ শতাংশে নেমে আসবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com