শিরোনাম
এমডব্লিউসিতে ফাইভজি ফোন দেখালো ওয়ানপ্লাস
প্রকাশ : ০২ মার্চ ২০১৯, ১৩:২০
এমডব্লিউসিতে ফাইভজি ফোন দেখালো ওয়ানপ্লাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এমডব্লিউসিতে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত স্মার্টফোনের প্রোটোটাইপ প্রদর্শন করেছে ওয়ানপ্লাস।


ওয়ানপ্লাস জানিয়েছে, এইজন্য তারা প্রসেসর কোম্পানি কোয়ালকম-র সাথে হাত মিলিয়েছে।


ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও স্ন্যাপড্রাগন এক্স৫০ ফাইভজি মডেম চিপ ব্যবহৃত হয়েছে।


কোম্পানির সিইও, পিট লাউ ৫জি স্মার্টফোন বিষয়ে বলেন, ‘কোয়ালকমের ৮০০ সিরিজ লঞ্চ হওয়ার সময় থেকেই আমরা আশাবাদী ছিলাম। আমরা বিশ্বাস করি, কোয়ালকমের হাত ধরে বিশ্বের সেরা ফাইভজি স্মার্টফোন আনতে পারবো।’


চীনা ফ্ল্যাগশিপ কোম্পানিটি ২০১৬ সাল থেকেই ফাইভজি প্রযুক্তির উপর গবেষণা শুরু করেছিল। এরপর তারা ২০১৭ সালে কোয়ালকম টেকনোলজির সাথে হাত মিলিয়ে এই গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যায়। ২০১৮ সালের আগস্ট মাসে কোম্পানিটি কোয়ালকম টেকনোলজির ল্যাবরেটরি যেটি সান দিয়াগোতে অবস্থিত, সেখানে একটি ফাইভজি কানেকশন গড়ে তোলে।


ওয়ানপ্লাসের তরফে জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ওয়ানপ্লাসের ফাইভজি ফোনের সরবরাহ শুরু হবে।


পূর্ব ঘোষণা অনুযায়ী, ডিভাইসটির দাম ওয়ানপ্লাসের সর্বশেষ ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটের দামের চেয়ে ২০০-৩০০ ডলার বেশি হবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com