শিরোনাম
ভারতের বাজারে
আসছে নতুন বাজাজ পালসার এনএস২০০
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২
আসছে নতুন বাজাজ পালসার এনএস২০০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের বাজারে নতুন রঙে আসছে বাজাজ পালসার এনএস২০০। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত এক ছবিতে হলুদ রঙে বাজাজ পালসার এনএস২০০ মোটরসাইকেলটি দেখা গেছে।


২০১২ সালে হলুদ রঙে এই মোটরসাইকেলটি লঞ্চ হয়েছিল। অল্প কিছুদিন বিক্রির পরেই বাজার থেকে হলুদ পালসার এনএস২০০ সরিয়ে নিয়েছিল বাজাজ।


লাল, কালো ও সাদা রঙের সাথে আবার বাজারে শীর্ষে হলুদ রঙের বাজাজ পালসার এনএস২০০।


২০১২ সালে লঞ্চের পর বাজাজ পালসার এনএস২০০ মোটরসাইকেলে কোন পরিবর্তন আসেনি। এই মোটরসাইকেলের রয়েছে পাইলট ল্যাম্প, এলইডি লাইট, ব্যাকলিড সুইচগিয়ার, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আর ক্লিপ অন হ্যান্ডেল বার।


ছবিতে দেখে মনে হচ্ছে ২০১২ সালে লঞ্চ হওয়া পালসার এনএস২০০মোটরসাইকেলের হলুদ রঙের থেকে একটু হালকা এই নতুন এই হলুদ রঙ।


বাজাজ পালসার এনএস২০০ মোটরসাইকেলের রয়েছে একটি ১৯৯.৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুলড, ট্রিপল স্পার্ক, চারটি ভাল্বের DTS-i ইঞ্জিন।


এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৩ bhp শক্তি আর ১৮.৩ Nm টর্ক পাওয়া যাবে। মোটরসাইকেলের সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক, আর পিছনে থাকছে নাইট্রক্স গ্যাস চার্জড মোনোশক সাসপেনশন।


ভারতে বাজাজ পালসার এনএস২০০ এবিএস এর দাম ১.১২ লক্ষ রুপি। আশা করা হচ্ছে একই দামে লঞ্চ হবে নতুন হলুদ রঙের মোটরসাইকেলটি।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com