শিরোনাম
‘খুঁজে পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্ন সাইট’
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২৫
‘খুঁজে পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্ন সাইট’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবারও ১৫ হাজার ৬৩৬টি পর্ন ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট খুঁজে পেয়েছেন বলে এক স্ট্যাটাসে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।


সোমবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের স্ট্যাটাসে এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী।


তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘এবার খুঁজে পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্ন ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সাথে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা। জয় বাংলা। আমার সহকর্মীদেরকে অনেক ধন্যবাদ সহায়তার জন্য।’



এর আগে মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের স্ট্যাটাসে লিখেছেন, ‘২৪৪টি পর্ন সাইট এরই মাঝে বন্ধ করা হয়েছে। আমাদের টিম আরও এক হাজার ৩১৪টা পর্ন সাইটের সন্ধান পেয়েছে। আমরা এগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে। আমরা যেমনি ডিজিটাল হচ্ছি, তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সব নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়। আমরা করবো জয়।’


তথ্যপ্রযুক্তিমন্ত্রীর এই স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


সুমন দাশ স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই সাইটগুলা বন্ধ করা খুবই জরুরি স্যার। মহৎ উদ্যােগ নিয়েছেন, শুভ কামনা রইল।


এস আর অন্তর লিখেছেন, ‘জয় বাংলা বলে আগে বাড়ো. . .পর্ন সাইটগুলোতে তালা মারো।’


মো. মেহেদী শেখ লিখেছেন, ‘ অনেক ধন্যবাদ স্যার, টিকটিক বন্ধ করে ভাল করেছেন। অনুরোধ রইল টিকটিক এর মতোই জনপ্রিয় Like নামক সাইটটাও বন্ধ করার।’


এশিয়াকম বিডি লিখেছে, ‘ই‌মো লাইভ অপশনটা জোয়া, নোংড়ামী ও বেহায়াপনার জায়গাটা বন্ধ হওয়া দরকার।’


মেহেদী সম্রাট লিখেছেন, ‘নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। তবে 'নিরাপদ ইন্টারনেট' এর জন্য আরো অনেক কিছু করার আছে। ইন্টারনেটের গতি এবং মেয়াদ নিয়েও কাজ করার আছে অনেক। এ বিষয়ে নাগরিকদের সাথে একটি উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজন করলে, আমরা কিছু মতামত প্রদান করতাম।’


জয়নাল আবেদীন লিখেছেন, ‘নিরব যুবসমাজ রক্ষায় আপনার প্রচেষ্টা সফল হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাদয় আপনার প্রচেষ্টার জন্য।’


প্রসঙ্গত, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্প্রতি ২৪৪টি পর্ন ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়। দেশের সবকটি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিটিআরসি এই নির্দেশনা পাঠিয়ে অবিলম্বে নির্দেশনা কার্যকর (ডোমেইন ও লিংক বন্ধ) করার নির্দেশ দেয়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com