শিরোনাম
‘সহায়তা পেলে বিদেশি বিনিয়োগ বাড়াবে ভেঞ্চার ক্যাপিটাল’
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৯
‘সহায়তা পেলে বিদেশি বিনিয়োগ বাড়াবে ভেঞ্চার ক্যাপিটাল’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার প্রয়োজনীয় পলিসি সহায়তা দিলে ভেঞ্চার ক্যাপিটাল আগামী ১০ বছরে বিদেশি বিনিয়োগ কয়েকগুন বাড়াতে পারবে। তবে এর জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফার্মকে সাথে নিয়ে দেশে স্টার্টআপ এবং কোম্পানির মানোন্নয়নে কাজ করতে হবে। পাশাপাশি এ খাতের অগ্রযাত্রায় কিছু নীতিমালা সংশোধনেরও প্রয়োজন রয়েছে।


বুধবার এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার সাথে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) প্রতিনিধি দলের বৈঠকে এমন তথ্য ওঠে আসে।


বৈঠকে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে ভিসিপিয়াবের চেয়ারম্যান শামীম আহসানের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।


এসময় ভারত, জাপান, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে শামীম আহসান বলেন, ‘প্রয়োজনীয় পলিসি সহায়তা দিলে ভেঞ্চার ক্যাপিটাল আগামী ১০ বছরে বিদেশি বিনিয়োগ কয়েকগুন বাড়াতে পারবে। তবে আগে এই খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। প্রয়োজনীয় নীতিমালা সংশোধন করতে হবে।’


তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়তই দেখছি চিরাচরিত আর্থিক প্রতিষ্ঠানের ফান্ড অ্যাক্সেস ছাড়াই তরুণ উদ্যোক্তারা অসাধারণ ব্যবসা শুরু করছে। ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি এক্ষেত্রে নতুন অর্থনৈতিক সুযোগ নিয়ে আসছে এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের বড় ধরনের রিটার্নের সুযোগ দিচ্ছে।’


এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ‘বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রয়েছে। আমরা ভিসিপিয়াব এর এই প্রস্তাবনাগুলো বিবেচনা করবো এবং ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি খাত সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কাজগুলো করবো।’


এসময় উপস্থিত ছিলেন ভিসিপিয়াব মহাসচিব ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ভিসিপিয়াব পরিচালক ও মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন, বিল্ড বাংলাদেশের চেয়ারম্যান ড. আরস্ত খান এবং ভিসিপিয়াব সদস্য ও ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজেদ-উল-বাশার।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com