শিরোনাম
নারীর ক্ষমতায়নে দারাজের নন্দিনী প্রকল্প
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:৩৭
নারীর ক্ষমতায়নে দারাজের  নন্দিনী প্রকল্প
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ সম্প্রতি নারীদের জন্য শুরু করল একটি বিশেষ প্রকল্প “দারাজ নন্দিনী”।


প্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়ন ও ই-কমার্স বিষয়ক শিক্ষার মাধ্যমে নারী উদ্যোক্তা তৈরি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। নারীদের প্রতি নিবেদিত বিশেষ এই প্রকল্পে বছরব্যাপী অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ক্যাম্পেইন যেখানে থাকবে বিশাল অঙ্কের ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেল, মেগা ডিল ও বাহারি সব ভাউচার।


১৩ জানুয়ারি থেকে দারাজ নন্দিনী আয়োজন করছে বিশেষ ক্যাম্পেইন “পাওয়ার ওমেন” যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ৭ দিন ব্যাপী এই ক্যাম্পেইনে থাকছে ৭৬% পর্যন্ত মূল্যছাড়।


এছাড়াও থাকছে ফ্যাশন, বিউটি অ্যান্ড ওয়েলনেস, স্পোর্টস অ্যান্ড আউটডোর পণ্যের উপর ফ্ল্যাশসেল ও বিভিন্ন রকমের ডিসকাউন্ট ভাউচার।


সিটি ব্যাংক ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনেদেনে পাওয়া যাবে ১০% পর্যন্ত মূল্যছাড় (সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত) এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশ জুড়ে ফ্রি ডেলিভারি।


এছাড়াও এই ক্যাম্পেইনে থাকবে সুলভ মূল্যে নারীদের জন্য থাকবে সুজুকি ও টিভিএস এর বিশেষায়িত স্কুটার।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com