এক নাম্বারেই চার স্মার্টফোনে চলবে হোয়াটসঅ্যাপ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:২৪
এক নাম্বারেই চার স্মার্টফোনে চলবে হোয়াটসঅ্যাপ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একই নাম্বার দিয়ে চার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করেছে মেটা। মঙ্গলবার রাত থেকে এই সুবিধা পাওয়া যাচ্ছে।


এক্ষেত্রে ব্যক্তিগত তথ্য ফাঁসের সম্ভাবনা নিয়ে হোয়াটসঅ্যাপ বলছে, এমন চিন্তার কোনও কারণ নেই। কারণ প্রতিটি ডিভাইসেই চ্যাট, ছবি, ভিডিও এবং অন্যান্য ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে।


যে স্মার্টফোনে সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছিলেন সেটি যদি দীর্ঘদিন অচল থাকে সেক্ষেত্রে বাকি ডিভাইসগুলোতে নিজে থেকেই হোয়াটসঅ্যাপ লগ-আউট হয়ে যাবে।


আবার একাধিক মোবাইলে একইসঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও কোন সময়ই অন্যটি থেকে সাইন আউট করার প্রয়োজন হবে না।


হোয়াটসঅ্যাপ মনে করছে, এতে ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ীদের বেশ সুবিধা হবে। কর্মীরা একই নাম্বার ব্যবহার করে নিজেরাই ক্রেতাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন।


সম্প্রতি একাধিক নতুন ফিচারের কথা ঘোষণা করেছিল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে পোস্ট করা স্ট্যাটাস ফেসবুক স্টোরিতেও দেওয়া যাবে। পাশাপাশি নিজের নাম্বারেও ম্যাসেজ পাঠানো যাবে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com