শিরোনাম
পিক্সেল ৬ সিরিজের দুটি ফোন আনলো গুগল
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৭:২২
পিক্সেল ৬ সিরিজের দুটি ফোন আনলো গুগল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্টফোনপ্রেমীদের জন্য নতুন দুটি ফোন নিয়ে এলো প্রযুক্তি জায়ান্ট গুগল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পিক্সেল ৬ ও পিক্সেল ৬ প্রো স্মার্টফোন ‍দুটির ঘোষণা দিয়েছে। এই ফোনে কোম্পানির প্রথম চিপ ‘টেনসর’ ব্যবহার করা হয়েছে।


একইসাথে উন্মোচন করা হয়েছে ‘পিক্সেল পাস’ নামক সাবস্ক্রিপশন সেবা। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা মাসে কমপক্ষে ৪৫ ডলারের বিনিময়ে পিক্সেল ৬সহ ইউটিউব এবং ইউটিউব মিউজিকের প্রিমিয়াম সংস্করণ ব্যবহার করতে পারবেন।


নতুন ডিজাইনে মেটাল বডি ব্যবহার করা হয়েছে। পিছনে রয়েছে ব্ল্যাক ব্যান্ড। এছাড়া ক্যামেরা সফটওয়্যারও উন্নত করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ওয়্যারলেস অপারেটরগুলো এই ফোন বিক্রি শুরু করবে।


পিক্সেল ৬ ফোনের দাম শুরু হয়েছে ৫৯৯ ডলার থেকে। অন্যদিকে বৃহৎ ডিসপ্লে, টেলিফটো ক্যামেরা লেন্স এবং আপগ্রেডেড ফ্রন্ট ক্যামেরাসহ পিক্সেল ৬ ফোন পাওয়া যাবে ৮৯৯ ডলার থেকে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com