শিরোনাম
রাস্তায় চলবে, রেললাইনেও চলবে যে যান!
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ২১:৩৪
রাস্তায় চলবে, রেললাইনেও চলবে যে যান!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেখতে অনেকটা মিনিবাসের মতো। একটিই যান, তবে চলবে দুই রাস্তায়। রাস্তায় চলবে বাসের মতো, আবার রেললাইনের ওপর হয়ে যাবে ট্রেন। সম্প্রতি এমনই একটি যান তৈরি করেছে জাপান। নাম 'ডুয়াল মোড ভেহিকল' (ডিএমভি)। শনিবার (২৫ ডিসেম্বর) তা প্রথম জনসমক্ষে আনা হয়েছে। জাপানের কাইয়ো শহরে প্রথম এ যান চলবে। সিজিটিএন।


ডিএমভি যখন রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করবে। আর রেললাইনে চলার সময় স্টিলের চাকা।


যানটি তৈরি করেছে আসা কোস্ট রেল কম্পানি। সংস্থাটির সিইও জানান, কাইয়োর মতো ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ছোট শহরে পরিবহন সংস্থাগুলো লাভের মুখ সেভাবে দেখতে পায় না। এ যান বদলে দিতে পারে সেই পরিস্থিতি। তিনি আরো বলেন, এ যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তারপর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে।


জানা গেছে, ডিভিএমে সর্বোচ্চ ২১ জন যাত্রী বসতে পারবে। রেললাইনে তা ঘণ্টাপ্রতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এবং রাস্তায় ১০০ কিলোমিটার বেগে যেতে সক্ষম। যানটি ডিজেলে চলবে বলেও জানান তিনি।


বিবার্তা/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com