শিরোনাম
এবারের
কনসার্টের টাকা ব্যয় হবে শিশুদের সাইবার সুরক্ষায়
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১
কনসার্টের টাকা ব্যয় হবে শিশুদের সাইবার সুরক্ষায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার আগে কনসার্ট থেকে অর্জিত আয় ব্যয় করা হয়েছিলো দেড় কোটি মানুষের কল্যাণে। এবারের আয় দেয়া হবে ইউনিসেফ-কে, শিশুদের সাইবার সুরক্ষার কাজে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।


মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠেয় ‘কনসার্ট ফর বাংলাদেশে’র আয়োজন নিয়ে প্রস্তুতি সভায় এই ঘোষণা দেন তিনি।


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৯ ডিসেম্বর নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশে’র আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।


সেখানকার ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে গাইবেন বিশ্বের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। উপস্থিত থাকতে পারেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান উদ্যোক্তা জর্জ হ্যারিসনের দলের কোনো সদস্যও। কোরাস কণ্ঠে বিশ্বের গুণী শিল্পীরা গাইবেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। থাকবে ডিজিটাল বাংলাদেশর অর্জন নিয়ে অডিও ভিজ্যুয়াল।


ইতোমধ্যে ভ্যেন্যু বুকিং দেয়া হয়েছে। চলছে কনসার্টের রিহার্সেল। মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজনের বিস্তারিত বিষয় উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের মহাপরিচালক এ বিএম আরশাদ হোসেন, বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুবসহ সংশ্লিষ্টরা।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com