শিরোনাম
যুব প্রতিবন্ধীদের গ্লোবাল আইটি চ্যালেঞ্জ অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ জুন ২০২১, ২১:১২
যুব প্রতিবন্ধীদের গ্লোবাল আইটি চ্যালেঞ্জ অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘গ্লোবাল আইটি চ্যালেঞ্জ-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতা Rehabilitation International Korea (RI KOREA) অনলাইনে আয়োজন করেছে।প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মোট ২০ জন প্রতিযোগী অংশ নিয়েছে।



প্রতিযোগীরা বিসিসি’র প্রধান কার্যালয় ঢাকাসহ রাজশাহী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর ও রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে অংশ নেয়। প্রতিযোগিতার ২টি পর্ব। বৃহস্পতিবার (১৭ জুন) ১ম পর্বের প্রিলিমিনারী সফলতার সাথে শেষ হয়েছে।চলতি বছরের অক্টোবর মাসে ২য় পর্ব ‘ফাইনাল রাউন্ড’ অনুষ্ঠিত হবে।



উল্লেখ্য, প্রতি বছর এ আয়োজন সরাসরি অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের কারণে এবার অনলাইনে জুম প্লাটফর্মের মাধ্যমে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় এশিয়া প্যসিফিক অঞ্চলের বাংলাদেশসহ মোট ১৪টি দেশ অংশগ্রহণ করেছে।


বিবার্তা/গমেজ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com