শিরোনাম
বিক্রয় চাকাতে মিলছে হিরো মোটরবাইক
প্রকাশ : ০২ মার্চ ২০২১, ১৯:২৮
বিক্রয় চাকাতে মিলছে হিরো মোটরবাইক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডটকম, বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড হিরো-এর বাংলাদেশী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিলয় মোটরস লিমিটেড-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বিক্রয় ডটকম-এর ভেহিকেলস ই-কমার্স ওয়েবসাইট বিক্রয় চাকা থেকে এখন গ্রাহকরা জনপ্রিয় হিরো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরবাইক সরাসরি কিনতে পারবেন। সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত নিটোল নিলয় টাওয়ারের হেড অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়।


অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন বিক্রয় ডটকম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন, বিক্রয় ডটকম-এর ভেহিকেলস লিড মো. আফজাল হোসেন, বিক্রয় ডটকম-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ভেহিকেলস সৈকত হোসেন, বিক্রয় ডট কম-এর কী অ্যাকাউন্ট ম্যানেজার, ভেহিকেলস সিফাত বিন ইসলাম, এইচএনবিএল-এর সিওও নগেন্দ্র দ্বিবেদী, নিলয় মোটরস লিমিটেড-এর সিএমও আবু আসলাম, নিলয় মোটরস লিমিটেড-এর হেড অব কর্পোরেশনস সেলস তানিম কুরাইশী, এবং নিলয় মোটরস লিমিটেড-এর কী অ্যাকাউন্ট ম্যানেজার, কর্পোরেট সেলস তানভির আদনান।


বিক্রয় চাকা মূলত বিক্রয় ডটকম ভেহিকেলস-এর একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখান থেকে ক্রেতারা বাজারের সেরা ব্র্যান্ডগুলোর অথেনটিক মোটরবাইক সরাসরি কিনতে পারবেন। অর্ডার করার ১ দিনের মধ্যেই শতভাগ সুরক্ষার সাথে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় তাঁদের পছন্দের মোটরবাইকটি। হিরো ব্র্যান্ডের পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্রেতাপ্রিয় ব্র্যান্ড এই প্ল্যাটফর্মটিতে মেম্বার হিসেবে যুক্ত আছেন।


এ বিষয়ে বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, মোটরবাইক হচ্ছে বিক্রয় ডট কম-এর অন্যতম জনপ্রিয় একটি ক্যাটাগরি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন এবং ব্যবহৃত উভয় ধরণের মোটরবাইক কেনাবেচা হয়ে থাকলেও এখানে পোস্ট করা বিজ্ঞাপনের মধ্যে ৪০%-ই নতুন মোটরবাইক। এছাড়া বিজ্ঞাপনের ভিত্তিতে হিরো আমাদের সাইটের টপ ব্র্যান্ডগুলোর একটি। এই ট্রেন্ড বিবেচনা করেই হিরো বাংলাদেশ এবং বিক্রয় চাকা-এর এই মেলবন্ধন যাতে গ্রাহকরা খুব কম সময়ে ঘরে বসেই সরাসরি হিরো মোটরবাইক কিনতে পারেন। আশা করি আমাদের এই প্রচেষ্টা গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাবে।


বিক্রয় ডট কম-এর ভেহিকেলস লিড মো. আফজাল হোসেন বলেন, আজ অবধি আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪১% বেড়েছে এবং ৫জি নেটওয়ার্কের যুগে প্রবেশের মাধ্যমে খুব শীঘ্রই তা আরও বাড়তে যাচ্ছে। বিক্রয় ডট কম বরাবরই গ্রাহক চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়। বাংলাদেশের ক্রমবর্ধমান ভেহিকেলস ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে ভেহিকেলসের জন্য সম্পূর্ণ ডেডিকেটেড একটি ই-কমার্স প্ল্যাটফর্ম বিক্রয় চাকা নিয়ে আসা যা আগ্রহী বাইকারদের জন্য একটি ওয়ান স্টপ সল্যুশন। সবচেয়ে দ্রুততম সময়ে সেরা ডিল ডেলিভার করতে আমরা অঙ্গীকারবদ্ধ। হিরো বাংলাদেশ-এর সাথে আমাদের এই আয়োজনে ক্রেতারা উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।


নিলয় মোটরস লিমিটেড-এর সিএমও আবু আসলাম বলেন, বর্তমান সময়ে আমরা ডিজিটালাইজেশনের দিকে ধাবিত হচ্ছি, তারই ফলশ্রুতিতে ই-কমার্সের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। অনলাইন মার্কেটপ্লেস ইন্ডাস্ট্রিতে বিক্রয় ডট কম একটি সুপরিচিত নাম। বিক্রয় ডট কম সময়ের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদান করছে অত্যন্ত আস্থার সাথে। মোটরসাইকেল জগতে হিরো একটি জনপ্রিয় ব্র্যান্ড। বিশ্বের সর্বাধিক মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিরো। সম্প্রতি হিরো ১০০ মিলিয়ন মোটরসাইকেল প্রস্তুতের সেলিব্রেশন করেছে। হিরো বাংলাদেশ এবং বিক্রয় ডট কম-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। হিরো এবং বিক্রয় ডট কম-এর পার্টনারশিপের কারণে বাইকপ্রেমীরা খুব সহজে ঘরে বসে ক্রয় করতে পারবেন এবং সব রকমের সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমি আশা করি।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com