শিরোনাম
বায়োটেক
প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ
প্রকাশ : ০১ মার্চ ২০২১, ১৯:১২
প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ২৫ একর জায়গায় প্লাজমা ফ্রাকশানেশন প্লান্ট স্থাপন করছে চায়নাভিত্তিক বহুজাতিক কোম্পানী অরিক্স বায়োটেক। আর এর মধ্য দিয়ে বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ।


সোমবার (১ মার্চ) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে এই প্লান্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


এসময় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সামিট গ্রুপের অরিক্স বায়োটেক লিমিটেডের চেয়ারম্যানট কাজী শাকিল, চায়না অরিক্স বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো, বাংলাদেশে নিযুক্ত চীনের কর্মাশিয়াল কাউন্সিলর লিউ জিনহূয়া উপস্থিত ছিলেন।


প্লান্টটি স্থাপনের মাধ্যমে এই খাতে এক হাজার কোটি টাকার আমদানি বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্লান্ট স্থাপনে তিনশ’ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে অরিক্স বায়োটেক। এখানে নতুন করে কর্মসংস্থান হবে প্রায় দুই হাজার সায়েন্স ও আইটি গ্রাজুয়েটদের।


পলক বলেন, এই প্লান্টটির মাধ্যমে রক্তের প্লাজমা বিশ্লেষ করে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করার পথও সুগম হলো দেশেই। বায়োটেক প্লাজমা প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com