শিরোনাম
সিঙ্গাপুরে গবেষণা কেন্দ্র চালু করল ডেল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৪
সিঙ্গাপুরে গবেষণা কেন্দ্র চালু করল ডেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম গবেষণা ও উন্নয়ন কন্দ্র চালু করেছে ডেল টেকনোলজিস। পাঁচ কোটি মার্কিন ডলার ব্যয়ে সিঙ্গাপুরে এই কেন্দ্রটি চালু করল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।


বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানের প্রথম এই গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটিতে এজ কম্পিউটিং, ডাটা বিশ্লেষণ এবং অগমেন্টেড রিয়ালিটিতে নজর দেবে ডেল।


ডেল-এর এশিয়া-প্যাসিফিক জাপানের প্রেসিডেন্ট আমিত মিধা বলেছেন, মানুষের এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রযুক্তি দরকার। ডিজিটাল সমাধান এবং নতুন প্রযুক্তি গ্রহণে উদ্বুদ্ধ করা, আমাদের পণ্য ও প্রক্রিয়া উদ্ভাবনী ব্যবস্থা শক্তিশালী করা এবং আমাদের মেধাবী কর্মীদেরকে অন্তর্ভুক্ত রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা আরও নির্ভরযোগ্য, উন্নয়নশীল এবং স্থায়ী অর্থনীতির দিকে এগোচ্ছি।


মিধা আরো জানিয়েছেন, নতুন এই গবেষণা ও উন্নয়নের কেন্দ্রের জন্য নকশাবিদ ও ডেভেলপারসহ ১৬০টির বেশি নতুন ভূমিকায় কর্মীরা কাজ করবেন। করোনাভাইরাস মহামারী সব সংস্থায় বাসা থেকে কাজ করা কর্মীর সংখ্যা বাড়িয়েছে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com