
করোনাভাইরাস মহামারির মধ্যে ঢাকা বিমানবন্দরে প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে নতুন প্রযুক্তি-ফুল বডি এক্স রে। এর ফলে নিরাপত্তা তল্লাশীতে আর হাতের স্পর্শ দরকার পড়বে না।
আগের প্রথাগত মেশিন শুধুমাত্র ধাতব কিছু শনাক্তে সক্ষম। কিন্তু এটি ধাতব/অধাতব যেকোন কিছুই মুহূর্তের মধ্যে শনাক্ত করতে পারে। সহজ করে বললে বিমান বন্দরের ব্যাগেজ স্ক্যানারের মতো এটিও শরীর স্ক্যান করবে। দুটোই এক্স-রে ব্যবহার করে কাজ করে।
একদিকে এটি যেমন সময় বাঁচাবে, তেমনি যেহেতু সরাসরি স্পর্শেরও আর দরকার হচ্ছে না তাই মানুষের কাজও কমিয়ে দেবে। শুধু মেশিনের ভেতরে গিয়ে পুরো শরীর স্ক্যান করার সুযোগ দিতে হবে। তাহলে যে শুধু জামা-কাপড়ের ভেতর কিছু থাকলে সেটাই দেখাবে তাই নয়, যদি শরীরের নিচেও কিছু লুকানো তাও শনাক্ত হবে এক্স রে-তে।
আপাতত চারটি ফুল বডি স্ক্যানার বসানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন কর্মীদের প্রশিক্ষণ শেষে খুব শিগগিরই সেগুলো চালু করার অপেক্ষা। সূত্র: বিবিসি
বিবার্তা/গমেজ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]