শিরোনাম
বিশ্বকে চমকে দেবে অপো এক্স ২০২১
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১৬:০৯
বিশ্বকে চমকে দেবে অপো এক্স ২০২১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তি বিশ্বকে চমকে দিতে উন্নত প্রযুক্তিসম্পন্ন নতুন একটি ফোন আনার ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপো। তবে ফোনটির পূর্ণাঙ্গ রুপ দেখতে আরো অপেক্ষা করতে হবে।


জানা গেছে, ডিভাইসটির নাম হবে ‘অপো এক্স ২০২১’। ফোনটি বাজারে ছাড়া হলে সাধারণ ফোনের ভাঁজ খুলে ট্যাবলেটের আকার দেয়া প্রযুক্তি পুরানো হয়ে যাবে।


অপোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্লেক্সিবল ডিসপ্লে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ফলাফলই হচ্ছে অপো এক্স ২০২১। এটি তৈরি করা হবে এক্সপান্ডেবল রোলিং স্ক্রিন ও এআর গ্লাসের সমন্বয়ে। ডিভাইসটির ডিসপ্লে ৬.৭ ইঞ্চির; তবে ডান দিকে টাচ করলে তা ৭.৪ ইঞ্চির ট্যাবে পরিণত হবে।


অপোর নতুন ডিভাইসটির পূর্ণাঙ্গ রূপ কবে দেখা যাবে, তা এখনো জানা যায়নি। তাই এ ফোনের বাজারে আসার তথ্যও এখনো অনিশ্চিত। আদৌ মটোরাইজড স্ক্রল প্রযুক্তিসহ ফোনটি আসবে কিনা তাও জানা যায়নি। তবে ডিভাইসের মডেল অনুযায়ী ২০২১ সালে দেখা মিলতে পারে এ ডিভাইসের।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com