শিরোনাম
ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যোগ হচ্ছে নতুন সেবা
প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৭:২৭
ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যোগ হচ্ছে নতুন সেবা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন নতুন সেবা যুক্ত করার লক্ষে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে।


রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর সভার মাধ্যমে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।


বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের পক্ষে প্রধান নিয়ন্ত্রক, প্রাণেশ রঞ্জন সূত্রধর সমঝোতা স্মারকে সই করেন।


এই সমঝোতার মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারিদের দ্রুত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সাথে আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের (সিসিআইই) অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনের কার্যক্রম শুরু করা হবে।


এর ফলে বিনিয়োগকারিগণ ওএসএস পোর্টালের মাধ্যমেই সিসিআইইয়ের সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।


বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওএসএস টিম সূত্রে জানা যায়, ওয়ান স্টপ সার্ভিস দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হাই-টেক পার্কগুলো হতে মানসম্পন্ন ও কার্যকর সেবা প্রদান করা সম্ভব হবে। বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই সহজে বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরো ত্বরান্বিত করবে।


অনলাইনে প্রদানযোগ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com