শিরোনাম
বাজেট কিং প্রসেসর কোর আই৩ ১০১০০
প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১৭:০৯
বাজেট কিং প্রসেসর কোর আই৩ ১০১০০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাজারে বাজেটে পিসি বিল্ডের জন্য কোর আই৩ ১০১০০ অনেক দিন আগেই এসেছে। এবার চলে আসলো প্রসেসরটির এফ ভ্যারিয়েন্ট (আইজিপিইউ) ছাড়া কোর আই৩ ১০১০০ এফ ভ্যারিয়েন্টটি।


বাজারে ১০ম জেনারেশনের আই৩ এসেছে বেশ কয়েক মাস আগে। কিন্তু প্রসেসরটির মাত্র একটি ভ্যারিয়েন্টই এসেছিল।


গ্রাফিক্সসহ ভ্যারিয়েন্টটি। এটির দাম ছিল পূর্বের এর আই৩ হতে বেশ অনেকটাই বেশি। বর্তমানে ১০ হাজার ৬০০ টাকা এবং বেশ কিছু সময় তা ১১ হাজারের ও বেশি দামে পাওয়া যাচ্ছিল।


বাজেট বিল্ডারদের মধ্যে বেশিরভাগেরই বাজেট থাকে অনেক টাইট। ৫০০/১০০০ /১৫০০টাকা বাঁচাতে পারলেও তাদের জন্য সেটা অনেক গুরুত্বপূর্ণ।


আবার আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পিসিতে আলাদা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে চান এন্ট্রি লেভেলের। সেক্ষেত্রেও তাদের জন্য আইজিপিইউ এর জন্য ২/৩ হাজার টাকার দামের ব্যবধানটা অতিরিক্ত খরচ ছাড়া আর কিছুই নয়।


এতদিন আইজিপিইউ ছাড়া ভার্সনটি না থাকায় অনেকেই কোর আই৩ ১০১০০ বাজেট সমস্যার কারণে নিতে চাচ্ছিলেন না। এবার তাদের জন্য বাজারে অবশেষে চলে এসেছে কোর আই৩ ১০১০০ এফ।


এটির স্পেসিফিকেশন হুবহু ১০১০০ এর মতই। চারটি কোর, আটটি থ্রেড, ক্লক স্পিড ৩.৬ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ পর্যন্ত টিডিপি মাত্র ৬৫ ওয়াট। ডুয়াল চ্যানেলে ২৬৬৬ বাসের সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত র‍্যাম চালানো যাবে।


এর সকেট এফছিএলজিএ১২০০, অর্থাৎ১০ম জেনারেশন এর ৪৬০, ৪১০, ৪৯০ চিপসেটে চালানো যাবে।


তবে অধিকাংশ ইউজারই ৪১০ চিপসেটের দিকেই ঝুঁকবেন, কারণ এটির জন্য তুলনামূলক কম টাকা খরচ করা লাগবে।


পূর্ববর্তী জেনারেশনের কোর আই৩ ১০১০০ এফ ও ছিল বাজেট বিল্ডারদের মধ্যে তুমুল জনপ্রিয়।
দেখা যাচ্ছে যে বর্তমানে ৯১০০এফ এর মূল্য ১০ ডলার বেশি।


আর স্পেকস এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে র‍্যাম স্পিড ও ক্যাপাসিটির পার্থক্য এর সাথে সবথেকে বড় পার্থক্য হলো এবারের আই৩ প্রসেসরটিতে রয়েছে হাইপারটেঠ রিদিংয়ের সুবিধা।


বর্তমানে এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে মাত্র ৮০০০ টাকায়।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com