শিরোনাম
অপোর বিশেষ চমক রোলেবল ফোন
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৬:৫৩
অপোর বিশেষ চমক রোলেবল ফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইচ্ছেমতো ভাঁজ করা যায় এমন স্ক্রিণযুক্ত ডিভাইস নিয়ে পৃথিবীজুড়ে এখন নানা গবেষণা ও ডেভলপমেন্ট চলছে।


স্মার্টফোন প্রস্তুতকারীরা বাজারে নতুন ফোল্ডেবল ডিজাইনের ফোন নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে। তবে অপো সেই পথে না হেঁটে কিছুটা ভিন্ন কৌশল নিয়েই এবার মঞ্চে নামছে। সেটি হলো ‘রোলেবল ফোন’।


গতকাল শেংঝেনে অনুষ্ঠেয় অপোর অ্যানুয়াল ইভেন্টে ইনোডেতে এমনই একটি ভিভাইস প্রকাশ্যে আনা হয়েছে।


রোলেবল ওএলইডি ডিসপ্লের এই ফোনটির অরিজিনাল স্ক্রিণ সাইজ ৬.৭ ইঞ্চি। তবে সেটি রোলিং মেকানিজমের সাহায্যে ৭.৪ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যাবে। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী ফোনটি ট্যাবের মতো ব্যবহার করা যাবে।


অপো এক্স২০২১ ফোনের এই রোলেবল ডিজাইন দুটি রোল মোটর যুক্ত একটি পাওয়ারট্রেন, টু-ইন-ওয়ান প্লেট ডিসপ্লে সাপোর্ট টেকনোলজি, এবং ইস্পাত দিয়ে তৈরি ০.১ মিমি পাতলা কিন্তু শক্তিশালী এমন একটি স্ক্রিন ল্যামিনেটরের মাধ্যমে বানানো সম্ভব হয়েছে।


অপো দাবি করেছে, ফোনটি ডেভলপ করার সময় তারা ১২২টি পেটেন্ট নেওয়ার জন্য আবেদন করেছিল। এর মধ্যে এমন ১২টি পেটেন্টই হচ্ছে ফোনের রোলিং মেকানিজম সর্ম্পকিত।


ফোনটির পিছনে ডুয়াল ফ্ল্যাশের সাথে ট্রিপল ক্যামেরা সেটআপ লক্ষ্য করা গেছে। তবে ফোনটির বাকি স্পেসিফিকেশন বা কমার্শিয়াল লঞ্চ কবে হতে পারে সেই বিষয়ক কোনো তথ্য কোম্পানির তরফ থেকে প্রকাশ করা হয়নি।


এটি কনসেপ্ট ডিভাইস হওয়ায় আদৌ ফোনটি গ্রাহকদের হাতে পৌঁছাবে কিনা তাও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।


তবে ফোনের নামে ‘২০২১’-এর উপস্থিতি থাকায় এটি আগামী বছর লঞ্চ হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com