শিরোনাম
নতুন মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১২:৩৯
নতুন মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী মাসে ভারতের বাজারে নতুন একটা বাইক আনছে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড। মডেল রয়েল এনফিল্ড মিটিয়র ৩৫০। ৬ নভেম্বর এই বাইক লঞ্চ করা হবে।


থান্ডারবার্ড লাইন-আপের জায়গাতেই আসছে ৩৫০ সিসির এই বাইকটি। পাওয়া যাবে তিন রকমের-ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা।


রয়েল এনফিল্ডের ‘জে প্লাটফর্ম’ থেকে তৈরি এটাই প্রথম বাইক।


জানা গেছে, এই বাইকের দাম হতে পারে ভারতের বাজারে ১ লাখ ৭০ হাজার রুপি থেকে ১ লাখ ৯০ হাজার রুপির মধ্যে।


রয়েল এনফিল্ডের এই নতুন বাইক হন্ডার জাওয়া পেরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।


বাইকটির ফ্রেম থেকে ইঞ্জিন সবেতেই থাকছে নতুনত্ব। থাকবে ডাবল-ক্র্যাডল চেসিস।


এতে থাকবে এয়ার কুলড ইউসিই ৩৫০সিসি ইঞ্জিন। একই সঙ্গে ইঞ্জিনে সিক্স স্পিড গিয়ারবক্স থাকতে পারে।


নতুনত্ব মিলবে হেডলাইট, টেললাইট থেকে রিয়ার ফেন্ডার সব কিছুতেই।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com