শিরোনাম
চলছে পৃথিবীর সবচেয়ে বড় ভার্চুয়াল সম্মেলন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১২:১৬
চলছে পৃথিবীর সবচেয়ে বড় ভার্চুয়াল সম্মেলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলছে পৃথিবীর সবচেয়ে বড় ভার্চুয়াল সম্মেলন ‘ক্যারিয়ার কনফারেন্স-২০২০’।বিভিন্ন আলাদা বিষয়ের উপর টানা ৬৪ দিন চলবে এই সম্মেলন।


মঙ্গলবার (১৩ অক্টোবর) শুরু হয়েছে এই ভার্চুয়াল সম্মেলনের। ইতিমধ্যে ১১ দিন সম্পন্ন হয়েছে এই বিশাল আয়োজনের।


আয়োজক সূত্রে জানা গেছে, পৃথিবীর প্রায় ৩০টি দেশ থেকে প্রায় ৫০০ এর মতো বরেণ্য বক্তা এবারের সম্মেলনে কথা বলবেন।


পুরোপুরি অনলাইন প্লাটফর্মে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিধায় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলা ভাষাভাষী সকলেই এই আয়োজনের সাথে সংযুক্ত হতে পারছেন দর্শক হিসেবে।


প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে এই সম্মেলন দেখা যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফোরামের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।


বাংলাদেশ ইনোভেশন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে ১১ দিনে প্রায় ৬৭ জন বক্তা ইতিমধ্যে সম্মেলনে কথা বলেছেন এবং প্রায় ৫ লাখ এর অধিক মানুষ সম্মেলনের সাথে সম্পৃক্ত হয়েছেন দর্শক হিসাবে।


এই ১১ দিনে ডিজিটাল এডুকেশন , ই-কমার্স বিজনেস,গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার, ইন্টারনেট অব থিংস, ওমেন ই-কমার্স, এগ্রো-টেক ইনোভেশন, ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার, ইন্ডাস্ট্রিয়াল জব, ট্যুরিজম সেক্টরসহ নানান গুরুত্ব বিষয় নিয়ে বক্তারা কথা বলেছেন।


তবে শুধু আলোচনার মাঝেই সম্মেলন থেমে থাকছে না। নতুন উদ্যোক্তাদের জন্য পথ বাতলে দিচ্ছেনও বক্তারা।


সম্মেলনের আগামী দিনগুলোতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস প্ল্যানিং, কন্টেন্ট রাইটিংয়ের ভবিষ্যৎ, গেমিং ইন্ডাস্ট্রি, তথ্যপ্রযুক্তি ব্যবসা সম্পর্কে আলোচনা হবে।


বাংলাদেশ ইনোভেশন ফোরাম থেকে জানানো হয়েছে, কনফারেন্সটিতে যে কেউ ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন। তবে সকল আপডেট পেতে অংশগ্রহণকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।


আয়োজনে সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে ডিজিটাল সার্টিফিকেট।


সম্মেলনের আরো বিস্তারিত জানতে যেতে হবে এই লিংকে


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com