শিরোনাম
ওয়ানপ্লাস এইটটি এলো বাজারে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৪:৫৩
ওয়ানপ্লাস এইটটি এলো বাজারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ওয়ানপ্লাসপ্রেমীদের জন্য নতুন একটা ফোন বাজারে এসেছে। মডেল ওয়ানপ্লাস এইটটি। এটি আগের দুই মডেলের চেয়ে বেশ উন্নত।


স্পেসিফিকেশনের দিক থেকে এটি এইট এবং এইট প্রো এর মাঝামাঝি হলেও এতে বেশ কয়েকটি নতুন ফিচার রয়েছে।


ফোনটিতে রয়েছে ২৪০০*১০৮৪ পিক্সেল রেজ্যুলেশনের ৬.৫৫ ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।


তবে ফোনটিকে বাঁকানো ডিসপ্লে ব্যবহার করা হয়নি। কিন্তু রয়েছে ড্রপ ও আঘাত প্রতিরোধ ব্যবস্থা।


ফোনটিতে ফাইভজি সম্বলিত স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে।


এই ফোনের সবচেয়ে দারুন ফিচার হলো- এর চার্জিং প্রযুক্তি। ফোনটির সাথে থাকছে কোম্পানির নতুন ওয়ার্প চার্জ ৬৫ চার্জার, যা মাত্র ৩৯ মিনিটে ডিভাইসটির পরিপূর্ণ চার্জ দেবে।


ফোনটি আগামী মাসে বাজারে আসবে বলে জানা গেছে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com