শিরোনাম
মঙ্গলযান মিশনে অংশ নিয়েছে বাংলাদেশের টিম ‘অ্যাটলাস’
প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৭:৫৫
মঙ্গলযান মিশনে অংশ নিয়েছে বাংলাদেশের টিম ‘অ্যাটলাস’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্স রোভার বানানোর প্ল্যাটফর্ম ইন্ডিয়ান রোভার ডিজাইন চ্যালেঞ্জে অংশ নিয়েছে বাংলাদেশের টিম ‘অ্যাটলাস’।


মঙ্গলের উপযোগী যান রোভার তৈরির এই ভার্চুয়াল উদ্ভাবনী প্রতিযোগিতায় উপস্থাপন করা হয়েছে নিজস্ব নকশায় তৈরি অ্যাটলাস মার্স রোভাবেরর দ্বিতীয় সংস্করণ ও ফ্যালকন সিরিজের অন্তর্গত মঙ্গলযান।


কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত এই রোভারটিতে রয়েছে মঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ, প্রাণের অস্তিত্ব খোঁজা কিংবা যেকোনো ধরনের অবজেক্ট বা পাথরের নমুনা সংগ্রহের সক্ষমতা।


বিশ্বের বিশটিরও বেশি দেশের রোভার উদ্ভাবকদের ভার্চুয়াল অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের পতাকাকে সমুন্নত করার স্বপ্ন দেখছে টিম অ্যাটলাস দলের ১১ তরুণ।


সানি জুবায়েরের নেতৃত্বাধীন টিম অ্যাটলাস সদস্যরা হলেন- মীর তানজিদ আহমেদ, মারুফ বিন ইসলাম, অধম ওয়াহিদ, মীর সাদিয়া আফরিন, সাফিয়া তন্ময়, মেহেদী হাসান নাইম, মীর সাজিদ, মোস্তাফা আব্বাস, রাফিদুল ইসলাম রাফিদ এবং আহমেদ তাওসিফ জামি।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com