শিরোনাম
‘টি-ভ্যাস’ প্রতিষ্ঠানকে হুশিয়ারি দিলো বিটিআরসি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২০, ১৪:৫৯
‘টি-ভ্যাস’ প্রতিষ্ঠানকে হুশিয়ারি দিলো বিটিআরসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের মানুষকে সঠিকভাবে মূল্য সংযোজিত সেবা দিতে ১৮৩টি টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিসেস (‘টি-ভ্যাস’) প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


প্রতিষ্ঠানগুলোকে গাইডলাইন মেনে সেবা দিতে একটি নির্দেশনাও দিয়েছে বিটিআরসির লাইসেন্সিং বিভাগ।


এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ার করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।


নির্দেশনায় লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে টি-ভ্যাস রেগুলেটরি গাইডলাইন মেনে স্বচ্ছতা, ন্যায় ও বৈষম্যহীন ও অন্যান্য প্রাসঙ্গিক নীতিমালার যথাযথ বিবেচনায় সাধারণ জনগণকে নিরাপদ, উপযোগীমূলক, দক্ষ সর্বজনীন ও সাধ্য অনুযায়ী টি-ভ্যাস সেবা দিতে বলা হয়েছে।


বিটিআরসির লাইসেন্সিং বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল হক স্বাক্ষরিত ওই নোটিশটি দেয়া হয় গত ২৯ জুলাই।


নোটিশে, গাইডলাইনে উল্লিখিত শর্ত অনুযায়ী, প্রত্যেক প্রতিষ্ঠানকে সেবাদান কার্যক্রম পরিচালনা করার বিষয়ে অধিকতর যত্নবান হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়। শর্ত মেনে না চললে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com