শিরোনাম
মিউজিক ভিডিয়ো সেকশন চালু করলো ফেসবুক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১৫:০৫
মিউজিক ভিডিয়ো সেকশন চালু করলো ফেসবুক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মার্ক জুকারবার্গের ফেসবুক। এই প্ল্যাটফর্মটিকে ইউজারের কাছে আরো উপভোগ্য এবং আকর্ষণীয় করে তুলতে চালু হল নতুন মিউজিক ভিডিয়ো সেকশন।


ফেসবুকের ওয়াচ প্ল্যাটফর্মের জন্য এই নতুন অফিসিয়াল সেকশনের কথা শনিবারই ঘোষণা করেছে সংস্থা।


ফেসবুকের এই বিশেষ পরিষেবাটি কয়েকটি দেশের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফেসবুকের এই বিভাগটি শুধুমাত্র মিউজিক ভিডিয়ো বা ভিডিয়ো স্ট্রিমিংয়ের জন্যই চালু করা হল।


এতদিন পর্যন্ত এই বিভাগটিতে একচেটিয়া আধিপত্য ছিল ইউটিউবের। এ বার ইউটিউবের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বিতায় নামছে ফেসবুক। ইতিমধ্যে একাধিক মিউজিক সংস্থার সঙ্গে সত্ত্ব সংক্রান্ত চুক্তি সেরে ফেলেছে সামাজিক যোগাযোগ এই মাধ্যমটি।


ফেসবুকের নতুন এই ফিচারের সুবিধা ভারতসহ থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। শুধু সিনেমার গানই নয়, গজল, ধর্মীয় সঙ্গীত, ভজন, ইন্দিপপ-সহ লক্ষাধিক জনপ্রিয় গান রয়েছে এই তালিকায়।


ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর এবং অংশীদার প্রধান মণিশ গুপ্ত জানান, এখন সংস্থার প্ল্যাটফর্মে থাকা বিশ্বব্যাপী অসংখ্য মানুষ ফেসবুক এবং ইনসট্রাগ্রাম মাধ্যমগুলিতে তাঁদের পছন্দের গান শুনতে পাবেন।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com