শিরোনাম
ম্যাজিকবুক ৩০ মিনিটে চার্জ হবে ৫৩ শতাংশ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১২:০২
ম্যাজিকবুক ৩০ মিনিটে চার্জ হবে ৫৩ শতাংশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিযোগিতামূলক বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে স্মার্টফোন কোম্পানিগুলো একের পর এক নুতন নতুন ল্যাপটপ নিয়ে আসছে। কিছুদিন আগেও শাওমি লঞ্চ করেছিল ‘মি নোটবুক’ সিরিজের ল্যাপটপ।


এবার আরেক স্মার্টফোন কোম্পানি অনর নিয়ে এলো ‘ম্যাজিকবুক ১৫’।


ল্যাপটপটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে, এএমডি রাইজেন ৫ ৩৫০০ ইউ মডেলের প্রসেসর ৮ জিবি ডিডিআর৪ ডুয়েল চ্যানেল র‌্যাম ও পপ আপ ওয়েবক্যাম।


ডিভাইসটি ১৬.৯ মিমি পাতলা ও এর ওজন কেবল ১.৫৩ কেজি। এতে ২ ইন ১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন দেওয়া হয়েছে।


ম্যাজিকবুক ১৫ লিথিয়াম আয়ন ব্যাটারির সাথে এসেছে। একবার চার্জে এটি প্রায় সাড়ে ৬ ঘণ্টা ভিডিও দেখতে দেয়। আবার ল্যাপটপটি পপ আপ ক্যামেরার সাথে এসেছে।


এই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চি ফুলভিউ ১০৮০পি স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।


এটি ২.১ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত এএমডি রাইজেন ৫ প্রসেসরসহ এসেছে। যার সাথে রেডিয়ন ভেগা ৮ গ্রাফিক্স আছে।


এছাড়াও এই ল্যাপটপে পাবেন ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ। এতে উইন্ডোজ ১০ হোম প্রি-ইন্সটল আছে।


এছাড়াও এতে পাবেন ইউএসবি ২.০, ইউএসবি ৩.০, এইচডিএমআই পোর্ট, ৩.৫ হেডফোন জ্যাক, ওয়াইফাই ও ব্লুটুথ সাপোর্ট।


এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জার আছে। কোম্পানির দাবি, ল্যাপটপটি ৩০ মিনিটের চার্জে ৫৩ শতাংশ চার্জ হয়ে যাবে। চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি কানেক্টর।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com