শিরোনাম
ডাক টিকিট দিবসে
স্মারক উন্মোচন করলো ডাক বিভাগ
প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ১৬:৪৫
স্মারক উন্মোচন করলো ডাক বিভাগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডাক টিকিট দিবস উদযাপনে স্মারক উন্মোচন করেছে বাংলাদেশ ডাক বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) ভার্চুয়ালি এই স্মারক উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।


দিবসের তাৎপর্য তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, এই দিবসটি কেবল ডাক অধিদপ্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে দিবসটিকে জাতীয় দিবস হিসেবে পালনের যৌক্তিকতা আছে। স্মারক এই ডাকটিকিট কেবলই ইতিহাসের ধারক ও স্মারক নয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রের অস্তিত্ব তুলে ধরা হয়েছে যা সারা দুনিয়ায় আলোড়নসৃষ্টি করেছে।


মন্ত্রী আরো বলেন, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। জনগণ স্বপ্ন দেখে আমাদের কাছে কাঙ্ক্ষিত সেবা পেতে। করোনাকালে ডাকঘর খোলা রাখা, চিকিৎসা সামগ্রী বিনামূল্যে পরিবহন করা, কৃষকের সবজি ও ফল বিনামূল্যে পরিবহন করা, ত্রাণ বিতরণ করা তথা জনগণের পাশে থাকার জন্য ডাক বিভাগকে ধন্যবাদ। পাশাপাশি ডাক বিভাগের মোবাইল ফাইনেন্সিয়াল সেবার অসাধারণ সফলতার প্রশংসা করেন।


ভার্চুয়ালি সভায় আরো উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com